নবী-রসুলদের দুআ (আলাইহিমুস সালাম)

সবাই নিশ্চই রমাদানে দুয়ার লিস্ট রেডি করে ফেলেছেন? কুর’আন নাজিলের এই মহিমান্বিত মাসে আল্লাহ্‌ রাব্বুল ‘আলামীন এর সন্তুষ্টি আর ক্ষমা লাভের আশায় এবং কুর’আন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহ্‌র সাথে আমাদের আমাদের সম্পর্ক আরো দৃঢ় করতে আমরা যিকির আজকারও করবো ইনশাআল্লাহ্‌। নবী ও রাসূলগন তাদের জীবনকালে আল্লাহ্‌ আজ্জাওয়াজালের কাছে দুয়ার মাধ্যমে সাহায্য ও ক্ষমা প্রার্থনা করেছেন। সেই দুয়া গুলো ইনশাআল্লাহ্‌ আমরা আমাদের দুয়ার লিস্টে এড করে নিতে পারি।

আদম (আঃ) এর দুআ:

رَبَّنَا ظَلَمْنَآ أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ ٱلْخَٰسِرِينَ

উচ্চারণঃ রাব্বানা যলামনা আনফুছানা ওয়াইল্লাম তাগফিরলানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খছিরীন।

অর্থঃ হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের প্রতি জুলম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাব।

[সূরা আল-আ’রাফ:২৩]

★ ★ ★

লুত (আঃ) এর দুআ:

رَبِّ ٱنصُرْنِى عَلَى ٱلْقَوْمِ ٱلْمُفْسِدِينَ

উচ্চারণঃ রাব্বি আনছুরনি ‘আলা আলক্বওমি আলমুফছিদিন।

অর্থঃ হে আমার পালনকর্তা, দুস্কৃতকারীদের বিরুদ্ধে আমাকে সাহায্য কর।

[সূরা আল-‘আনকাবূত:৩০]

★ ★ ★

নূহ (আঃ) এর দুআ:

উচ্চারণঃ রব্বী আন্নি মা’ঘলুবুন ফানতাছির

অর্থঃ হে পালনকর্তাক, আমি অক্ষম, অতএব, তুমি প্রতিবিধান কর।

[সূরা আল-কামার:১০]

★ ★ ★

মূসা (আঃ) এর দুআ:
১.
َ رَبِّ إِنِّى لِمَآ أَنزَلْتَ إِلَىَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

উচ্চারণঃ রব্বী ইন্নি লিমা আনযালতা ইলাইয়া মিন খাইরিন ফাক্বির।

অর্থঃ হে আমার পালনকর্তা, তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাযিল করবে, আমি তার মুখাপেক্ষী।

[সূরা আল-কাসাস:২৪]

২.
َ رَبِّ نَجِّنِى مِنَ ٱلْقَوْمِ ٱلظَّٰلِمِينَ

উচ্চারণঃ রব্বী নাজ্জিনি মিনাল ক্বাওমিজ্জ্বালিমিন।

অর্থঃ হে আমার পালনকর্তা, আমাকে জালেম সম্প্রদায়ের কবল থেকে রক্ষা কর।

[সূরা আল-কাসাস:২১]

৩.

َ رَبِّ ٱشْرَحْ لِى صَدْرِى
وَيَسِّرْ لِىٓ أَمْرِى
وَٱحْلُلْ عُقْدَةً مِّن لِّسَانِى
يَفْقَهُوا۟ قَوْلِى

উচ্চারণঃ রব্বী ইশরাহ লি ছ্বদরি। ওয়া ইয়াসসির লি আমরি। ওয়া আহ্লুল উক্বদাতাম-মিল লিসানি। ইয়াফক্বহু ক্বওলি।

অর্থঃ হে আমার পালনকর্তা, আমার বক্ষ প্রশস্ত করে দিন। এবং আমার কাজ সহজ করে দিন। এবং আমার জিহবা থেকে জড়তা দূর করে দিন। যাতে তারা আমার কথা বুঝতে পারে।

[সূরা ত্ব-হা:২৫-২৮]

★ ★ ★

আইয়ুব (আঃ) এর দুআ:

أَنِّى مَسَّنِىَ ٱلضُّرُّ وَأَنتَ أَرْحَمُ ٱلرَّٰحِمِينَ

উচ্চারণঃ আন্নি মাসসানিয়া আদ্দুররু ওয়াআন্তা আরহামুররাহিমিন।

অর্থঃ হে পালনকর্তা! আমি দুঃখকষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ট দয়াবান।

[সূরা আল- আম্বিয়া:৮৩]

★ ★ ★

ইউনুস (আঃ) এর দুআ:

لَا إِلٰهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّىْ كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ

উচ্চারণঃ লা- ইলা-হা ইল্লা- আন্তা সুবহা-নাকা ইন্নী কুনতু মিনায্ যোয়া-লিমীন।

অর্থঃ তুমি ছাড়া প্রকৃতপক্ষে কোন মা‘বূদ নেই। তুমি পবিত্র, আমি হচ্ছি যালিম বা অত্যাচারী অপরাধী।

[সূরা আল-আম্বিয়া: ৮৭]

★ ★ ★

ইউসুফ (আঃ) এর দুয়াঃ

فَاطِرَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ أَنتَ وَلِىِّۦ فِى ٱلدُّنْيَا وَٱلْءَاخِرَةِ ۖ تَوَفَّنِى مُسْلِمًا وَأَلْحِقْنِى بِٱلصَّٰلِحِينَ

উচ্চারণঃ ফাত্বিরাস সামাওয়াতি ওয়াল আরদ্ব আন্তা ওলিইয়া ফি আদ্দুনিয়া ওয়াআলআখিরাতি, তাওফফানি মুসলিমান ওয়াআলহিক্বনি বিছছ্বলিহিন।

অর্থঃ হে নভোমন্ডল ও ভূ-মন্ডলের স্রষ্টা, আপনিই আমার কার্যনির্বাহী ইহকাল ও পরকালে। আমাকে ইসলামের উপর মৃত্যুদান করুন এবং আমাকে স্বজনদের সাথে মিলিত করুন।

[সূরা ইউসুফ: ১০১]

★ ★ ★

ইব্রাহীম (আঃ) এর দুআ:

১.
حَسْبُنَا ٱللَّهُ وَنِعْمَ ٱلْوَكِيلُ

উচ্চারণঃ হাসবুনা আল্লাহু ওয়া’নিমা আলওয়াকিল।

অর্থঃ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট; কতই না চমৎকার কামিয়াবীদানকারী।

[সূরা আল ইমরান: ১৭৩]

২.

رَبِّ ٱجْعَلْنِى مُقِيمَ ٱلصَّلَوٰةِ وَمِن ذُرِّيَّتِى ۚ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَآءِ

উচ্চারণঃ রব্বী আজ’আলনি মুক্বিমাছ্ব- ছ্বলাতি ওয়ামিন যুররিয়াতি, রব্বানা ওয়াতাক্বব্বাল দু’আ।

অর্থঃ হে আমার পালনকর্তা, আমাকে নামায কায়েমকারী করুন এবং আমার সন্তানদের মধ্যে থেকেও। হে আমাদের পালনকর্তা, এবং কবুল করুন আমাদের দোয়া।

[সূরা ইবরাহীম:৪০]

৩.

رَبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ

উচ্চারণঃ রব্বানা ‘আলাইকা তাওক্কালনা ওয়াইলাইকা আনাবনা ওয়াইলাইকা আলমাছ্বির।

অর্থঃ হে আমাদের পালনকর্তা! আমরা তোমারই উপর ভরসা করেছি, তোমারই দিকে মুখ করেছি এবং তোমারই নিকট আমাদের প্রত্যাবর্তন।

[সূরা আল-মুমতাহিনাহ:৪]

★ ★ ★

মুহাম্মদ (সাঃ) এর দুআ:

يَا مُقَلِّبَ القُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ

উচ্চারণঃ ইয়া মুক্বাল্লিবাল ক্বুলূবি ষাব্বিত ক্বালবী আলা দীনিক।

অর্থঃ হে হৃদয়সমূহকে বিবর্তনকারী! আমার হৃদয়কে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখ।

[জামে’ আত-তিরমিযী ৩৫২২]
রিয়াদুস সালেহিন, হাদিস নং- ১৪৯৭

আবূ হুরাইরাহ (রাঃ) তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ্‌ বলেনঃ আমি আমার বান্দার সাথে থাকি যতক্ষণ বান্দা আমাকে স্মরণ করে ও আমার যিকরে তার দু‘টো ঠোঁট নড়তে থাকে। [১৬৪৬]

রিয়াদুস সলেহিন, হাদিস নং ১৫৩৮

আর তুমি নিজ মনে আপন রবকে স্মরণ কর সকাল-সন্ধ্যায় অনুনয়-বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চ স্বরে। আর গাফেলদের অন্তর্ভুক্ত হয়ো না।
[সূরা আল আরাফ ৭:২০৫]

আল্লাহ্‌ রাব্বুল ‘আলামিন রমাদানে আমাদের ‘আমলগুলো কবুল করে নিন, আমিন।।

………………………………………..
নবী-রসুলদের দুআ (আলাইহিমুস সালাম)

মে ২৩, ২০১৮ইং