সুখি দাম্পত্য

স্বামী-স্ত্রীর সম্পর্কটা সবচেয়ে জটিল একটা সম্পর্ক।

কখনো মনে হয় এই মানুষটাকে ছাড়া চলবেই না।

আবার কখনো মনে হয় এই মানুষটার সাথে চলাই যায় না।

যখন মনমালিন্য হয়, যখন একটা ভুল হয়, আমরা
ভুলে যাই সেই মানুষটাও মানুষ; ফেরেশতা না। যখন তার একটা দোষ চোখে পড়ে, ভুলে যাই আমারও বহু দোষ আছে।

কিন্তু কেন?

আমি সুখি না?

নাকি সুখি হতে চাই না?

একটু থামি আর চিন্তা করি।

হয়ত আজ আমার সাথে যা ঘটেছে তা মন খারাপ করার মতই বিষয়, কিন্তু তাই বলে কি এই সম্পর্কে ভালো কিছুই নেই? পৃথিবীর প্রতিটি সম্পর্ক দেনা পাওনার। তার মাঝে ভালো কিছু না থাকলে তাকে ভালবাসতেই পারতাম না।

এমন কিছু ভালো গুন কি তার নেই যা আমাকে সুখি করে?

এমন কিছু মুহূর্ত কি আমার জীবনে আসেনি যার জন্যে আমি কৃতজ্ঞ থাকব?

এই মানুষটা কি আমার ভরসার একটা মানুষ না?

এই মানুষটা পাশে থাকলে কি আমার নিজেকে নিরাপদ মনে হয় না?

এই মানুষটাই কি সে না যে আমার দোষগুলো সহ্য করে নেয়?

তবে থাক না আজ সে ভুল
তবে থাক না আজ আমি পরাজিত
তবে থাক না আজ রাগটুকু বাক্সে বন্দি
না হয় আজ নাই বুঝল নিজের ভুল!

খুব কি ক্ষতি?

কি লাভ এ বিজয়ের, যদি সম্পর্কটাই তেতো হয়েছে যায়?

এত হিসেব করে কি ভালোবাসা হয়?

যে আমার জন্যে পৃথিবীর সাথে যুদ্ধ করতেও তৈরি, কী আর হয়ে যাবে যদি আজ তার কাছে হেরে যাই?

কী আর হবে?

মানুষটার চেয়ে আমার ইগোর জয় তো বড় হতে পারে না।

হালাল ভালোবাসাগুলো ভালো থাকুক, যত্নে থাকুক।

…………………..
সুখি দাম্পত্য
বিন্তে আনসারী

জুন ১৮, ২০১৮ইং