বৈশাখী প্রতারণা

আজ পহেলা বৈশাখ !

যারা ব্যাপক উৎসাহ, উত্তেজনা, আয়োজন নিয়ে অপেক্ষা করছেন আজকের দিনটার জন্য তাদের কাছে কিছু জিজ্ঞাসা-

পহেলা বৈশাখ কেন পালন করেন?
সবাই করে তাই করেন?
বছরের প্রথম দিন যেমন যায়,সারাটা বছর তেমন যাবে, এই কথা ভিত্তিহীন।
লাল সাদা পোশাক, আর পান্তা ইলিশ! এর সাথে বৈশাখের কি রিলেশন জানিনা।
তবে কমনসেন্স, আর পর্যবেক্ষন এর ফলাফল বলে, এই সবই বিজনেস স্ট্র‍্যাটেজি।

কিভাবে?

আমাদের দেশে ঈদুল ফিতরের পর সবচেয়ে বেশি পোশাক কেনাকাটা হয় পহেলা বৈশাখ উপলক্ষে। আপনি আজকে শুক্রবার শপিং এ যান, গিয়ে দেখবেন জিনিশপত্রের আকাশচুম্বী দাম, মার্কেটগুলো লোকে লোকারণ্য! এখানে মুসলিম, অমুসলিম কোন ভেদাভেদ নেই, সবাই এই সিজনের ক্রেতা। এমনকি ধনী দরিদ্র নির্বিশেষে বৈশাখ পালন করেন। যার যেমন সামর্থ্য তিনি তেমন কিনছেন। কিনতে তো হবেই, এমন মানসিকতা ঢুকিয়ে দেয়া হচ্ছে প্রতিটা সাধারণ মানুষের মনে।

বাচ্চারা স্কুল থেকে শিখে আসছে, এটা জাতীয় উৎসব, এদিনের কি খাবার, কি পোশাক, মঙ্গল শোভাযাত্রায় যাওয়া, রমনায় গান শুনতে যাওয়া, হাতে মুখে রঙ মাখা, আরো কত কি! টেলিভিশনে বৈশাখি পোশাকের মহড়া, এডগুলোতে শুধু বৈশাখ বন্দনা, হলে নতুন বৈশাখী সিনেমা, পাড়ায় মোড়েমোড়ে বৈশাখ পালনের প্রস্তুতি।

ঘর থেকে মানুষজনকে বের করতেই হবে, ব্যবসায়ীরা উঠে পড়ে লেগেছে। তারা নিজেদের উদ্দেশ্য সফলের হাতিয়ার হিসেবে সাধারণ মানুষককে বেছে নিচ্ছে। যাদের ধর্মীয় জ্ঞান কম, তারা সহজেই নিজেদের এসবের মাঝে হারিয়ে ফেলছেন।

আমরাও স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি বুঝে বা না বুঝে। সবকিছুতেই কঠোরতা ঠিক না। সব সিম্পলি নিলেই তো হয়। একটা নতুন পোশাক, এ আর এমন কি? আর খাওয়া সে তো রোজই খাই, একদিন একটু অন্যরকমই খেলাম!

কিন্তু বিষয়টা এর চেয়েও কিছু বেশি। কাপড় কেনেন, বা পান্তাভাত খান, ব্যাপার না। স্পেশালি এই দিনেই কেন? ফ্যাক্টর এই দিনটা। আমরা নিজের কাছে কিছু অজুহাত খাড়া করে, এসব এমন বড় কিছু না মনকে বুঝিয়ে, অন্যের অনুকরনে, ব্যবসায়ীদের খুশি করে, নিজের পকেটের অর্থ খরচ করে মহান আল্লাহর রাগ খরিদ করছি। একই সাথে সন্তানদের মাঝেও এই রোগের বীজ ঢুকিয়ে দিয়ে যাচ্ছি, যা আজীবন আজাবে জারীয়া হিসেবে আমাদের আমলনামায় যুক্ত হবে, যদি না তারা সংশোধন করে নেয়।

অনেকেই বলবেন, কি করবো, বাচ্চা চায়? ওর মন রাখতে বাইরে নিয়ে যাই, কাপড় কিনে দেই। আচ্ছা, ওর সাথে কখনো কি এসব নিয়ে আলোচনা করেছেন, কেন এসব পালন করা ঠিক না? ওকে বোঝানোর চেষ্টা করেছেন? বাচ্চাদের মন কিন্তু স্বাভাবিকভাবে অনেক নরম, তাকে সঠিকভাবে বোঝালে সে ঠিক বুঝবে। নিজের মনের কাছে জিজ্ঞাসা করে দেখি, তার চাইবার পিছনে আমাদের নিজেদের আশকারা/ অবহেলা কতখানি?

পালন করবার মত দিন তো আল্লাহ আমাদের দিয়েছেনই। আমাদের ২ টা ঈদ আছে। মনের মত পোশাক, খাবার, বেড়ানো কিছুতেই তো মানা নেই। তবে কেন অন্ধ অনুসরণ? ভাবুন, বিবেককে ভাবান। ফেসবুকে ছবি আপ্লোড, কয়েকশ লাইক, কমেন্ট, নাকি অন্যকিছু! হ্যাঁ, তাতো আছেই, শয়তানের পদাঙ্ক অনুসরণ! আপনি যত আল্লাহর হুকুম অমান্য করবেন ততই শয়তান আনন্দিত হবে।

আর গত কয়েকবছর পহেলা বৈশাখ ঘিরে যে নোংরা ঘটনাগুলো সংগঠিত হচ্ছে তা নাহয় বাদই দিলাম। আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য শয়তান ওঁত পেতে আছে পদে পদে। তাই, নিজে সাবধান হোন, এবং আপনার পরিবারকেও নিরাপদে রাখুন।

পয়সা খরচ করে পাপ কেনার অনন্য উপায় একেকটা বৈশাখ, ফাল্গুন, থার্টি ফার্স্ট নাইট, আরো কত কি। আদতে আমাদের জাহান্নামমূখি করার শয়তানের মহা ষড়যন্ত্র!

————————
বৈশাখী প্রতারণা
ফাহমিদা হুসনে জাহান

এপ্রিল ১৪, ২০১৮ইং