মুমিনের আচরণ

মুমিনদের আচরণ খুব সুন্দর। তাদেরকে হিংসা করা হলেই বিনিময়ে তারাও হিংসা করে না, তাদের উপর জুলুম করা হলেও বিনিময়ে তারা জুলুম করে না। তাদেরকে কথা দিয়ে অন্যায়ভাবে আঘাত করলেও তারা কথা দিয়ে অন্যায়ভাবে আঘাত করে না..


মুমিনদের উদাহরণ হচ্ছে আদম আলাইহিস সালামের দুই ছেলের মতো। যখন কাবিল তার আপন ভাই হাবিলকে মারতে উদ্যত হল, হাবিল বলে উঠল,


“তুমি যদি আমাকে মেরে ফেলার জন্য আমার দিকে তোমার হাত বাড়িয়েও দাও, তবু আমি তোমাকে মারার জন্য তোমার দিকে আমার হাত বাড়াব না। আমি তো এই বিশ্বজগতের রব আল্লাহকে ভয় করি।” [কুরআন অনুবাদ ৫:২৮]


মুমিনদেরও হিংসার বদলে হিংসা, জলুমের বদলে জুলুম করার ইচ্ছা জাগতে পারে। কিন্তু তারা নিজেকে সংযত রাখে আল্লাহর ভয়ে। আল্লাহর ভীষণ শাস্তির ভয়ে। মুমিনরাও হাবিলের মতো আল্লাহকে ভয় করে।


মুমিনরা আল্লাহকে চেনে। আল্লাহর মহানতা জানে। আর তাই তারা আল্লাহকে ভয় পায়। কানের পাশে ভনভন করে উড়তে থাকা মশাকে হাত নেড়ে তাড়িয়ে দেওয়ার মতো আল্লাহর শাস্তির কথা এলেই হাত নেড়ে চিন্তাটা উড়িয়ে দেয় না। মুমিনরা আল্লাহর মহানতাকে জানে দেখেই তাঁর শক্তি আর শাস্তিকে ভয় পায়। যে যত বেশি আল্লাহকে ভয় পায়, সে তত বেশি উঁচু স্তরের ঈমানদার। ভয়ও ভালো বিষয়, যখন সেটা হয় আল্লাহর ভয়..


অবশ্যই মুমিনরাও অন্যায়ের প্রতিরোধ করবে এবং প্রয়োজনে হত্যা করবে, সেটা ভিন্ন আলোচনা, এখানে বলা হচ্ছে তারা অযাচিত মানুষের উপর জুলুম করবে না, এমনকি কেউ তার উপর জুলুম করে থাকলে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রেও ইনসাফ ও ইহসানের সাথে প্রতিশোধ নেবে।


মুমিনদের আচরণ সুন্দর। তারা জেনেবুঝে কারো প্রতি জুলুম করে না। আমাদের আচরণটা মুমিনদের মতো হচ্ছে তো?

মুমিনের আচরণ 
আনিকা তুবা

জুলাই ০২, ২০১৯ইং